সুফিয়া কামাল

কবিতা - ছোটন ঘুমায়

সুফিয়া কামাল

গোল করো না গোল করো না
ছোটন ঘুমায় খাটে।
এই ঘুমকে কিনেত হল
নওয়াব বাড়ির হাটে।
সোনা নয় রুপা নয়
দিলাম মোতির মালা
তাইতো ছোটন ঘুমিয়ে আছে
ঘর করে উজালা।

৭৭৪
মন্তব্য করতে ক্লিক করুন