কবিতা - বুড়িরা জটলা করে শঙ্খ ঘোষ সাম্য-জীবনমুখী কবিতা বুড়িরা জটলা করে আগুনের পাড়ায় দু-ধারে আঁধার জল পাতাল নাড়ায়। আবছায়া জাহাজ ঘিরে মাতালের সাঁতার কেউ-কেউ আলোক ভাবে কেউ-কেউ আঁধার। রাত্রির কুণ্ডলীও কুয়াশায় কাঁপে বুড়িদের জটলা নড়ে অতীতের ভাপে। বুড়িরা জটলা করে বুড়িরা জটলা করে ♥ ০ পরে পড়বো ২৪৫ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন