শঙ্খ ঘোষ

কবিতা - চাবি

লেখক: শঙ্খ ঘোষ

জাল করেছে জাল করেছে ওরা আমার সই
জাল করেছে—ব’লে যেমন ধরতে গেলাম চোর
ঘুরিয়ে দিয়ে মুখ
দেখি, এ কী, এ তো আমিই, আমিই দুঃসাহসে
জাল করেছি জাল করেছি, হা রে আমার সই
জাল করেছি আমি আমার সর্বনাশের চাবি।

২৮৩
মন্তব্য করতে ক্লিক করুন