কবিতা - পোশাক শঙ্খ ঘোষ বিবিধ কবিতা অনেকদিন হলো পরব না পরব না করেও পোশাক পরা হলো অনেকরকম। ছেড়ে ফেলতে কোনো কষ্ট নেই তো? তাহলেই হলো। নাচগান চলছেই চারপাশে মাঝে মাঝে হিজড়েরাও কোমর বাঁকিয়ে চলে যায়– কতরকম কাঁকড়াবিছে, তোরণ, আর অন্ধিসন্ধি কথা হলো, তুমি ঠিক কেমনভাবে তোমার মতো হবে। ♥ ০ পরে পড়বো ৩১১ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন