মিলবে নাজাত (সনেট)
আল-আমিন রানা
*========*
সূর্য মামা ঘুমে ক্লান্ত -ডাকে মুয়াজ্জীন
কি সুধা ছড়িয়ে দেয় – উষার আযানে
আযান শুনি শিরিন -সুরে সুমধুর
হৃদয় তার উতলা -মুমিন যেজন
ভ্রম ক্রমে যদি গো হে – না হয় সালাত
কি মিছে আশায় আছো – মিলিবে নাজাত
ক্ষণিক ধোঁকায় ধর্ম – কর্ম হচ্ছে শেষ
তমাসা ঐ সমাধিতে – সঙ্গী হবে ক্লেশ
ইসলামের ই ছায়া – তলে যে প্রশান্তি
মিলে হৃদয় মাজারে – কাঁদবে আঁধারে
মুক্তির তরে নিশিতে – সালাতে ডোমনা
নয়নের জল এনে – মাগি প্রভু তুমি
ক্ষমা করে দাও পূর্ণ – পাপি বান্দা আমি
মন্দ সেও ভাল হবে – ধ্যন করে দামী
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন