আহমেদ সজীব

কবিতা - গ্রাম

লেখক: আহমেদ সজীব

রাঙা মাটির পথ ছারিয়ে
সোতা নদীর বাঁক মারিয়ে
              ঐ যে মোদের গ্রাম,

সুনিবিড় ছায়া তালে
দরদ মাখা মায়া জলে
    কি বাহারি ধাম।

দেখলে প্রান যায় জুড়িয়ে 
শ্রান্তি দেহের যায় মুরিয়ে
                শুকায় ক্লান্তি ঘাম

 দুপুর বেলা বট মূলে
সুরের ভেলায় দুলে দুলে
         বংশি বাজায় শ্যাম।

সূর্য যখন যায় ডুবিয়ে 
কৃষক চাষা দল বাধিয়ে 
            খান্ত দিয়ে কাম,

মাতুল খানি মাথায় তুলে 
লাঙল খানি কাঁধে ঝুলে 
          ফিরে আপন গ্রাম।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২১৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন