কবিতা - খুঁজে ফিরেছি তোমায়

লেখক: আহমেদ রাফি

একই পৃথিবীর পথে হারিয়েছি আমরা দুজনে
শাশ্বত রজনীর বুকে,হাজারও নক্ষত্র যেখানে খেলা করে
তুমিও কি তাদের মতোই,হারিয়ে আছ নক্ষত্রদের ভীরে
আমি যে কত করে খুঁজে ফিরেছি তোমায় ক্লান্ত হয়ে বসিবার আগে।

সকালের নরম রৌদ্রে ঘাস যখন সিক্ত হয় শিশিরের জলে
তোমারে খুঁজেছি সেইখানে।
শিরিষের ফুল,হিজল বন,দেবদারু ডালিয়ার মাঝে
ছোট্ট শিশুটির মতো ফিরে পেতে চেয়েছি তোমাকে—পাইনি।
চাতক যায় চাতকির সাথে,শালিক যায় উড়ে তার সঙ্গিনীর সাথে
হারায় না কভু তারা একদন্ড তরে কোনোদিন
তবুও কেন আমি হারিয়েছি তোমায়?
আজ শালিক নই বলে?নাকি শিশিরের জল ছুইনি বলে?

নদীও শুকায়ে যায় তপ্ত বালুকায়
নক্ষত্র হারিয়ে যায় নিশীথের আভায়
পৃথিবীর এই পথে তাই সকলেরই হারাতে হয়
হারাতে হয়! হারাতে হয়!
হায়! হারাতে হয় বলেই কি আজ হারিয়েছি তোমায়!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২৮০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন