এখন একলা আমি দিনরাত
ভয়ে ভয়ে
থাকি । সবকিছু
কীরকম ভাঙাচোরা ।
যাদের প্রেমিকা আছে
তারা শুধু
ঘাসের ভেতর দিয়ে
কোথায় যে চলে যায় রোজ… ।
আমার এ হাত আমি
বাড়িয়ে দিয়েছি-
যদি ভালোবাসা থাকে
মানুষের মতো যদি হও,
টান দাও,
বাজুক সেতার ।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন