আইনুল হক

কবিতা - তোমার বিনিময়ে

লেখক: আইনুল হক

তোমার বিনিময়ে আমার এই খ্যাতি
নবাব আহাদ মিয়া অবিচারের সাথী
মিয়া সাহেব বসে বসে গাঞ্জা খান
জারি করেন এই বিধি-বিধান
এখন থেকে তোমাদের সব
অতীত আর বর্তমান হোক সমান।
পুরাতন রীতি শেখো তুমি
ভোলো ফেসবুকের জয় নিশান।

ফেসবুকের জবান বন্ধ হল
বন্ধু আমার নওজোয়ান
মানুষ আমরা নয়তো পাখি
হারায় স্বাধীনতা হারায় সম্মান।

আমি অকাতরে দাঁড়াই রুখে
কলমের মুখে নয়া জবান
মুখের উপর জবাব দিলে
উড়ে রক্তে রাঙা বিজয় নিশান।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৯০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন