রাতে দিনে উথলে ওঠে
তোমার প্রতি টান,
সারাক্ষণ গাইতে থাকি
শোকার্ত ওই গান।
মনে হলেই সেসব স্মৃতি
নামে শোকের ঢল,
সকাল বিকাল একটুখানি
ঝরে চোখের জল।
নাইবা এলে সুখ নিয়ে
হৃদয় জুড়ে রয়,
মনে এলেই মন পোড়ানো
আগুন হাওয়ায় বয়।
মনে হলেই তোমার কথা
পরাণ উঠে দুলে,
ভালোবাসার অহংকারে
হৃদয় ভরে ফুলে,
যায় যেন সব ভুল
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন