তুমি আমার গৌরব মুকুট
আমার সাহস – বল,
তুমি আমার রঙ – তুলিতে
আঁকা চোখের জল।
তোমার ছোঁয়া শান্ত শীতল
মন মাতানো হাসি।
এই হাসিকে প্রাণের চেয়েও
বেশি ভালোবাসি।
আমার গানে আমার গল্পে
সুরে সুরে রাখি মান,
তুমি যাইওনা যাইওনা ভুলে
আমার আত্মদান।
তুমি আমার গৌরব মুকুট
আমার সাহস – বল,
তুমি আমার রঙ – তুলিতে
আঁকা চোখের জল।
তোমার ছোঁয়া শান্ত শীতল
মন মাতানো হাসি।
এই হাসিকে প্রাণের চেয়েও
বেশি ভালোবাসি।
আমার গানে আমার গল্পে
সুরে সুরে রাখি মান,
তুমি যাইওনা যাইওনা ভুলে
আমার আত্মদান।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন