তারা তারা নামে ডুবে যা না ||
(ও মন) তারা তারা বলে তুই
তারা নামে ডুবে যা না ||
তারা নাম মহানাম
তারা নাম শ্রেষ্ঠনাম ||
(ও মন) তারা তারা বলে তুই
দুঃখ-জ্বালা সব মেটা না ||
মধুমাখা তারা নামে
মেতে থাক অনুক্ষণ ||
(ও মন) যে মেতেছে এ নামেতে
সে পেয়েছে তারা মাকে ||
অর্ঘ্য বলে তারা নামের সায়রে
ভেলা ভাসা না ||
(ও মন) তাতে চড়ে পৌঁছে যাবি
তারা মা’র শ্রীচরণে ||
মন্তব্য করতে এখানে ক্লিক করুন