মারজুক রাসেল

কবিতা - হাওয়া দেখি, বাতাস খাই

মারজুক রাসেল

হাওয়া দেখি, বাতাস খাই;

মোরগের গান আমরা গাই–
কক রক কক
কক রক কক
কক রক কক
কক…

হাওয়া পদ্মিনী, হাওয়া চিত্রিণী,
হাওয়া শঙ্খিনী, হাওয়া হস্তিনী–
হাওয়া–
যেদিক দিয়ে ভেসে ওঠা সেদিক ডুবে যাওয়া।

৪৪৭
মন্তব্য করতে ক্লিক করুন