‘তোমাদের বর্তমান কোনোদিনও শেষ হবে না।’–
ভবিষ্যৎবাণী করে জ্যোতিষিনী কাপড় পরলেন, চলে গেলেন…।
ভুল করে রেখে যাওয়া [সন্ত বললো, ‘ইচ্ছা করে।’] তাঁর ম্যাগনিফাইং গ্লাস দিয়ে
আমরা চারজন–পূর্ব, পশ্চিম, সন্ত ও আমি, বর্তমানের বৃত্তে, আসন গেড়ে বসে,
নিজেদের হাত নিজেরাই পর-পর দেখে, কে কী দেখলাম, কেউ কাউকে বললাম না।
আমি দেখলাম, আমার বাম হাতের প্রত্যেকটা রেখা ধরে
নেচে বেড়াচ্ছেন জ্যোতিষিনী–
ডান হাত দিয়ে আমি তাকে ধরার চেষ্টা করছি…।
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১০৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন