মারজুক রাসেল

কবিতা - কমলাপুর

লেখক: মারজুক রাসেল

কমলালেবুর মাকে–
পৃথিবী মাথার মতো গোল।

কমলালেবু: হাতে নেওয়ার সময় জীবনানন্দ ও ট্রাম দুই
দিক থেকে একদিকে আসে; খোসা ছাড়ানোর সময় ট্রাম ও
জীবনানন্দে সংঘর্ষ হয়; খাওয়ার সময় ট্রাম লাইনচ্যুত;–
জীবনানন্দ যেদিকে যাচ্ছিলেন সেদিকেই যেতে থাকেন…

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৮৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন