প্রতিদিন একটা-করে সানগ্লাস ভাঙ্গে;
প্রত্যেকটা সানগ্লাস হাতুড়ি হয়ে যায়–
কামারশালায়—’এখানে কাস্তে গড়া হয় না’ পড়ে
অন্ধকার গুঁড়ো করবার পুরান কাজে ফেরত যাওয়ার নতুন
রাস্তায় উঠতে-উঠতে দ্যাখে–
যাত্রী উদয় হয়, গাড়ি অস্ত যায়।
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৮৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন