চোখের পানি গড়িয়ে নর্দমায় পড়ার দাগ ধরে উজিয়ে কী করো অমেরুদণ্ডীরা?
কদমফুলের টানে জাল নিয়ে বেরিয়ে আব্বা মাছ হয়ে ফেরত এলে,
বঁটি ধার-দেয়া অসমাপ্ত রেখে রেডিয়ো কোলে রান্নাঘরের দিকে
গেল মা–পিছন-পিছন ছোটবোন–ফিরে এসে জানালো, ‘রেডিয়ো
সেদ্ধ হচ্ছে; উতলে লাফিয়ে নাচছে ব্যাঙ– ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং।’
মন্তব্য করতে এখানে ক্লিক করুন