এই নরক নামের নগরে

আল সাদকাওয়ান

এই নরক নামের নগরে,
লাল কি কালা কিম্বা দুই নম্বরে-
হয়ে যায় কত কি,
বালু কি জল- ঠেলে কত স্রোত,
লোকে ফেরে বাড়ি,
যেনবা ভাইকিং কোনও-
ফিরেছে ফিওর্ড ঠেঙিয়ে।
পিতাহীন এই অনাথের আর্তনাদে,
চারিদিক হয় খানখান-
দ্বিধাময় দিন আসে, আসে টলায়মান মাতালি রাত;
কোনও খোঁড়ল থেকে-
পিলপিলিয়ে বেরিয়ে আসে,
রাতের সন্তান যত, হা-রেরে রেরে
রবে খামচে-কামড়ে, একেবারে যাচ্ছেতাই
করে দ্যায়- কত নাগরেরে।
খোদার কসম, যদি পারতাম-
রোমান্টিক গল্পের অত্যাচারিতা নায়িকার মতোন,
যেতাম চলে লাথি মেরে,
প্রেমিকের রুপে এই নপুংসক মাতাল নগরেরে।
কিন্তু যাবটা কোথায়?
কেন্দ্রলুপ্ত, ইন্দ্রলুপ্ত আমার এখন-
দিনকালে রুচি নেই,
হালালের নামে গিলতে হয় বেকন।
এখানে সবকিছুতেই নচ্ছার, হারামখোরেদের খ্যাতি-
শহর নয় যেন- যেন মাস্তানের রোমশ ছাতি।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন