স্বাধীনতার পণ!
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

একাত্তরের অর্জন যদি
চব্বিশে হয় বিসর্জন,
স্বাধীন দেশের মানুষ কী আর
স্বাধীন রয় এখন?

পরাধীনতার শৃঙ্খলে আর
“বন্দী” চাইনা হতে।
তাই যদি হয় মানুষ আবার
নামবে রাজপথে।

রক্তে কেনা স্বাধীনতাও
রাখবো ততক্ষণ!
দেহের মাঝে প্রাণ থাকিলেই
বাঁচবো যতক্ষণ।

স্বাধীনতার পক্ষে যারা
লড়বো তাদের হয়ে,
মোদির যতই থাক চাটুকার
মরতে হবেই ভয়ে।

বাংলা মায়ের দামাল ছেলে
থাকবে যতক্ষণ,
মোদির যত দালাল দোসর
কাঁপবে ওদের মন।

ধর্ম-বর্ণ নির্বিশেষেই
জেগে উঠো আজ সবে,
একাত্তরের অর্জন আবার
লুণ্ঠিত ক্যান হবে?

স্বাধীনতার পক্ষে তোমরা
থাকবে যতক্ষণ,
বাংলাদেশের বুক চিরে না
আসবে ততক্ষণ।

রক্তে কেনা স্বাধীন দেশের
আমরা প্রহরী হবো,
রক্তচক্ষু ভয় নাহি পাই
আমরা সজাগ রবো।

মুক্তিকামীর মুক্ত মুখেই
শপথ সেই এমন,
স্বাধীনতা রক্ষাতে মোর
যায় যদি জীবন।

দাফন হবে এই জমিনেই
লোলুভ দৃষ্টি যতো,
মুছবো এবার বাংলা মায়ের
সকল মনের ক্ষত।

একাত্তরের অর্জন কে-বা
দেবে-ই বিসর্জন?
রুখতে তাদের এই আমাদের
স্বাধীনতার পণ।

১৬৫
মন্তব্য করতে ক্লিক করুন