এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

কবিতা - নগণ্য এই বান্দা !

লেখক: এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

নগণ্য এই বান্দা!
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

ধন্য হলাম তব প্রেরণায়,
নগণ্য এই বান্দা!
করতে পারি না কভুও আমি
অসৎ পথের ধান্দা।

ভয় নাহি পাই রক্তচক্ষু,
দৃষ্টি কী মোর আন্ধা?
মরণ-তো সেই খোদার বিধান,
যেথায় জীবন বান্ধা।

সত্যের পথে লড়বো সদা,
অটুট মনোবলে।
লাল সবুজের রক্ষায় যেন
কবির কলম চলে।

সবার মনেই অটুট থাকুক,
স্বাধীন দেশের প্রীতি।
পূর্ণ স্বাধীন বাংলাকে চাই
চাই না স্বীকৃতি।

১৪১
মন্তব্য করতে ক্লিক করুন