সাবধান!
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)
সাবধান... ❗
...এ্যানী.
সাবধান❗সাবধান ❗❗সাবধান❗❗❗
এতিমের সম্পদ দেখলে তবে ,
তোমাদের সবে হও সাবধান❗
আল্লাহ ও রাসুলের বানী...
মুসলিম তাই মোরা, সবাই জানি❗
তবুও কেন আজ, ফেলে রেখে সব কাজ,
এতিমের সম্পদ করি টানাটানি❗
যতদিন বেঁচে রবো এই ধরাতে,
দেবনা এতিমের ক্ষতি হতে❗
আজীবন আগলে রাখবো বুকে
সুখী আমি হব শুধু ওদের সুখে।
চাইনা পৃথিবীর অন্য কিছু,
বিলাবো আমার সবি ওদের পিছু❗
করতেই দেব না কভুও আমি
কারো কাছে তার ঐ মাথাটা নিচু❗
আসুক যদিও ঝড়, তুফান আর
বাঁধার প্রাচীর যতো!
থাকবো আমি সদা অবিচল,
আমিই আমার মত।
পরকালের ঐ অন্তিম সুখ যদি
পেতে চাও বন্ধু তবে,
সব দ্বিধাদ্বন্দ্ব ছুঁড়ে ফেলে
এতিমের পাশে তুমি দাড়াও ভবে...❗
এতিমের সম্পদ রক্ষার তরে তাই
দাও যদি তোমার ঐ অমূল্য প্রাণ।
পরপারের ঐ অন্তিম দিবসে
জান্নাত দিয়ে প্রভু দেবে প্রতিদান...❗
এতিমের সম্পদ খাওয়া মানেই
জ্বলন্ত অগ্নি খাওয়ার মতো
তাইতো বলি এখনই সাবধান হও
এতিমের সম্পদ দেখবে যতো❗
...এ্যানী.
সাবধান❗সাবধান ❗❗সাবধান❗❗❗
এতিমের সম্পদ দেখলে তবে ,
তোমাদের সবে হও সাবধান❗
আল্লাহ ও রাসুলের বানী...
মুসলিম তাই মোরা, সবাই জানি❗
তবুও কেন আজ, ফেলে রেখে সব কাজ,
এতিমের সম্পদ করি টানাটানি❗
যতদিন বেঁচে রবো এই ধরাতে,
দেবনা এতিমের ক্ষতি হতে❗
আজীবন আগলে রাখবো বুকে
সুখী আমি হব শুধু ওদের সুখে।
চাইনা পৃথিবীর অন্য কিছু,
বিলাবো আমার সবি ওদের পিছু❗
করতেই দেব না কভুও আমি
কারো কাছে তার ঐ মাথাটা নিচু❗
আসুক যদিও ঝড়, তুফান আর
বাঁধার প্রাচীর যতো!
থাকবো আমি সদা অবিচল,
আমিই আমার মত।
পরকালের ঐ অন্তিম সুখ যদি
পেতে চাও বন্ধু তবে,
সব দ্বিধাদ্বন্দ্ব ছুঁড়ে ফেলে
এতিমের পাশে তুমি দাড়াও ভবে...❗
এতিমের সম্পদ রক্ষার তরে তাই
দাও যদি তোমার ঐ অমূল্য প্রাণ।
পরপারের ঐ অন্তিম দিবসে
জান্নাত দিয়ে প্রভু দেবে প্রতিদান...❗
এতিমের সম্পদ খাওয়া মানেই
জ্বলন্ত অগ্নি খাওয়ার মতো
তাইতো বলি এখনই সাবধান হও
এতিমের সম্পদ দেখবে যতো❗
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন