এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

কবিতা - প্রকৃতির উপহাস!

লেখক: এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

প্রকৃতির উপহাস!
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

দুঃখের কথা যায়না বলা,
দিচ্ছে যদিও বাঁশ,
বাড়ছে তাতেই ভূমন্ডলে
প্রকৃতির উপহাস!

দূষণ যত ছড়ায় মানুষ
প্রকৃতি-ঐ মাঝে,
তাই প্রকৃতি ক্ষিপ্ত হলো
মানবকর্ম কাজে।

মানুষ যখন প্রকৃতিকে
দিচ্ছে পাছায় বাঁশ,
প্রকৃতি ও রাগ দেখিয়ে
করছে সর্বনাশ।

মানুষ যদি ক্ষিপ্ত হবে,
প্রকৃতি নয কেন?
যতো দুর্যোগ ভূমন্ডলে
মোদের কামাই যেন!

প্রকৃতির চোখ রাঙ্গানি
দিচ্ছে মোদের দেখে,
ভুলতে যখন বসছি মোরা
মহান আল্লাহকে।

শাসক যখন শোষক হবে
ন্যায়-নীতি হয় হ্রাস,
তাইতো এখন বিশ্ব মাঝে
প্রকৃতির উপহাস!

ভুলগুলি সব শুধরে নিয়ে,
মুক্ত হলেই বেশ,
দুর্যোগের এই চোখ রাঙ্গানি
হতেও পারে শেষ।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১১২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন