“ছাগল কান্ড ”
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)
লঙ্কাকাণ্ড বাঁধালো এখন
” ছাগল কান্ড ” ঘিরে!
মতি মিয়া ভাবছে বসে,
হচ্ছে এসব কি-রে ?
পর্দা কাণ্ড বালিশ কান্ড
গেছে কত কান্ড কী!
ক্যান যে এত উতাল পাতাল
ছাগল কান্ডে ঢালছে ঘি!
ছেলে আমার ছাগল নিয়ে
করলো যখন গোমর ফাঁস,
টাকার পিছে ঘুরেই বুঝি
হলাম এমন সর্বনাশ।
যেইভাবে হোক নিজেই নিজের
মান বাঁচাতেই হবে।
বলছে মতি ” ইফাদ ” আমার
সন্তান হলো কবে?
” ইফাদ ” নামে কারোর সাথে
নেইকো আমার জানা,
ষড়যন্ত্রের লিপ্ত ওরা
নিতেই স্বার্থ খানা।
কিন্তু মতি বুঝতে না পায়,
দেশের দামাল ছেলে;
তিল থেকে তাল খুঁজেই নেবে,
একটু সুযোগ পেলে।
ভাবছে ওরা! বাংলাদেশে
হচ্ছে কত কান্ড কী!
পর্দা কান্ড বালিশ কান্ড
ক’দিন সবাই বলছে ছিঃ
তার চেয়ে আর নয়তো বেশি,
ক’দিন পরে হবেই শেষ!
নতুন কান্ড জন্ম নেবে,
অতীত কাণ্ড নিরুদ্দেশ।
এমন কিন্তু আর হবেনা
লড়বে দামাল ছেলে,
অপরাধের বিচার হবে
সঠিক সময়ে এলে।
পাপের গড়া পূর্ণ হলে
খেতেই হবে ধরা,
মা জননীর আশীর্বাদে
যদিও মুখোশ পরা।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন