ভুলে যাও তবে…
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)
ভুলে যাও সব কিছু
ভুলে যাও তবে…
ভুলতে পেরেছি আমি
কখন? কবে?
যদিও বা অভিমানে
সাগর তীরে,
ডাকবে যখন তুমি,
আসবো ফিরে।
হয়তো-বা ভাবছো
আড়াল হবে,
খোঁজ নাহি পাবো আর
প্রেমের ভবে!
মোমের প্রদীপ নিয়ে,
খুঁজবো তোমায়,
পেয়ে যাব নির্ঘাত
ঐশী মায়ায়।
হৃদয় রাজ্যে আমার
নেই কোনো খাদ,
তব প্রতি প্রেম ছিলো,
আছে নির্ঘাত।
বন্দী ছিলাম, আছি,
ঐশী প্রেমে,
জানি! তাতে পড়ে আছি
শূন্যে নেমে।
বিধাতার লিখনিতে
যদি এই হয়!
থাকবেই কেন মোর
মনে সংশয়?
প্রয়োজন নেই ভেবে,
ভুলে যাও তবে…
সত্যের প্রেম আরো
পোক্ত হবে।
তব কাছে রক্ষিত,
অযুহাত বেশ!
নির্মল প্রেম যার,
হবেনা-কো শেষ।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন