অর্ঘ্যদীপ চক্রবর্তী

কবিতা - একদিন তুমি বুঝবে

অর্ঘ্যদীপ চক্রবর্তী

কোনো একদিন জগৎপিতা তোমায় জানাবেন ঠিকই
তোমার কাছে কী ছিলাম আমি।
তখন আর থাকব না আমি
তখন তুমি বুঝবে, আগে তোমার কাছে কী ছিলাম আমি।
তখন যতই করো আফসোস, থাকবে না কিছুই করার
কেঁদে কেঁদে সাগর সৃষ্টি করবে আর নিজের মনকে বলবে শুধু, কাকে হারালাম।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৬/৭/২০২৪

৩৩৯
মন্তব্য করতে ক্লিক করুন