মর্মব্যথা

শংকর ব্রহ্ম শংকর ব্রহ্ম

মর্মব্যথা
শংকর ব্রহ্ম


স্বপ্নে তোমায় দেখেছিলাম নিঝুম নিশিথ রাতে
সঙ্গে তখন ছিল না কেউ
কেবল কোলবালিশ ছিল সাথে।

তোমায় ভেবে কোলবালিশটা চেপে ধরি যত
কোলবালিশ তো দেয় না সাড়া
ঠিক যে তোমার মতো।

ভুল ভাঙতে সময় লাগে স্বপ্ন ভাঙার পরে
সমস্ত রাগ গিয়ে তখন
তোমার উপর পরে।

আমি তখন মর্ম ব্যথায় একাই থাকি মরে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৬২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন