শংকর ব্রহ্ম

কবিতা - সময়

লেখক: শংকর ব্রহ্ম

সময়
শংকর ব্রহ্ম

স্কুলের সেই দিলগুলি হারিয়ে গেল কোথায়
ভাবলে পড়ে করে ওঠে মনটা যে হায় হায়
টিফিন হলে আম বাগানের পেরে এনে আম
বন্ধুরা কয়জনে নুন মেখেই সাবড়ে দিতাম
লাট্টু গুলি নিয়ে নিজেদের কত রাগ হতো
অনায়াসে সময় মতো আবার মিটে যেতো
হজমিগুলি আইসক্রীম প্রিয় খাদ্য ছিলো
সে’সব সুখের দিনগুলি সময় কেড়ে নিলো

২০৪
মন্তব্য করতে ক্লিক করুন