শিরোনাম: ইচ্ছে পূরণ

গল্পকার: Author Avatar শংকর ব্রহ্ম

অণুগল্প ইচ্ছা-পূরণ

ইচ্ছা-পূরণ
শংকর ব্রহ্ম
————————

এক বিপত্নীক বুড়ো থাকতো শ্রীরামপুরে।
সঙ্গে থাকতো ছেলে আর ছেলের বউ। ছেলে বাজারে সব্জী বেচতো। সে ছিলো নিঃসন্তান। বুড়ো চোখেও কম দেখতো। সে ছিলো ধার্মিক, নিয়মিত পুজো প্রার্থনা নিয়ে থাকতো।
একদিন ভগবান তাকে দেখা দিয়ে বললেন, তুমি আমার অনেক সেবা করেছো। এবার আমার কাছে একটি বর চেয়ে নাও। তা শুনে বুড়ো খুব একটা খুশী হলো না, ভবলো একটা বর চাইতে হলে আমি কি চাইবো? কোন বরটা চাইবে? সে ঠিক করতে পারল না যে কি বর চাইবে? সে তাঁর কাছে সাতদিন সময় চেয়ে নিলো।
ভগবান, বেশ তবে আমি সাতদিন পরেই আসব। বলে তিনি অদৃশ্য হলেন ।
তারপর বুড়ো অনেক ভাবতে লাগল, কি চাওয়া যায়? ছেলের সাথে পরামর্শ করল। ছেলে বলল, বাবা জীবনে যদি বাবাই হতে না পারি ,তাহলে আর এই জীবনের মূল্য কি? দেবতার কাছে আমার জন্য একটি সন্তান চাও ।
তারপর বুড়ো এক প্রতিবেশীর সাথে কথা বলল, প্রতিবেশী বলল, তোমার ছেলের সন্তান হয়ে কি হবে, তোমরা নিজেরাই তো খেতে পরতে পাও না, সন্তান হলে তাকে খাওয়াবে কি? তুমি বরং ধন-সম্পদ চাও, যেটা দিয়ে ভাল বাড়ি কিনতে পারবে, ভালো-মন্দ খেতে পারবে।
এইসব কথা শুনে, বুড়ো খুব চিন্তায় পড়ে গেলো, আবার ভাবল সে নিজেই তো অন্ধ হয়ে যাচ্ছে, সে যদি তার ছেলের ইচ্ছা পূরণ করে কিংবা অনেক টাকা পয়সা চায়, তাহলে তার কোনটাই তো সে দেখতে পাবে না।
তারপর ভাবতে ভাবতে সাতদিন শেষ হতে চলল। কি বর চাওয়া যায়? ধন-সম্পদ, ছেলের জন্য সন্তান নাকি তার নিজের দৃষ্টিশক্তি।
সেদিন রাতে ভগবান আবার এলেন, এবং বুড়োর ইচ্ছার কথা জানতে চাইলেন। বুড়ো তখন বলল, আমি যেন দূর থেকে স্পষ্ট দেখতে পাই ,আমার নাতী রাজপ্রাসাদে বসে সোনার থালায় করে খাবার খাচ্ছে।”

এই কথা শুনে দেবতা হাসলেন,এবং বললেন আচ্ছা আমি যখন কথা দিয়েছি, তখন তোমার সে ইচ্ছাই পূরণ হবে ।

এখন পর্যন্ত গল্পটি পড়া হয়েছে ৮৪ বার
যদি গল্পটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন