বঞ্চনা

সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায়

সিংহদ্বার খুলে গেছে, ভেতরে দেখি শুধুই শূন্যতা
হা হা করছে অন্ধকার
কেউ নেই, কোনো রহস্যও না
যেন বালক বয়েসের হাওয়া ঘুরে যায়
দু একটা শুকনো পাতার শব্দ—
কেউ নেই? আমি চেঁচিয়ে উঠি
প্ৰতিধ্বনি আসে, কেউ নেই, নেই, নেই—
আমার তীব্ৰ অভিমান হয়
এ কি এক ধরনের বঞ্চনা নয়?
যদি কেউ না থাকবে, তবে দ্বার কোন বন্ধ ছিল?
কোন প্ৰতীক্ষায় ছিলাম এতদিন!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন