রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - বাজে রে বাজে রে ওই রুদ্রতালে বজ্রভেরী

রবীন্দ্রনাথ ঠাকুর

বাজে রে বাজে রে
ওই রুদ্রতালে বজ্রভেরী-
দলে দলে চলে প্রলয়রঙ্গে বীরসাজে রে!
দ্বিধা ত্রাস আলস নিদ্রা ভাঙে লাজে রে!
উড়ে দীপ্ত বিজয়কেতু শূন্য মাঝে রে!
আছে কে পড়িয়া পিছে মিছে কাজে রে।।

২৫
মন্তব্য করতে ক্লিক করুন