বঁধুর লাগি কেশে আমি পরব এমন ফুল
স্বর্গে মর্তে তিন ভুবনে নাইকো যাহার মূল।।
বাঁশির ধ্বনি হাওয়ায় ভাসে, সবার কানে বাজবে না সে-
দেখ্ লো চেয়ে যমুনা ওই ছাপিয়ে গেল কূল।।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন