রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - চরাচর সকলই মিছে মায়া ছলনা

রবীন্দ্রনাথ ঠাকুর

চরাচর সকলই মিছে মায়া, ছলনা।
কিছুতেই ভুলি নে আর- আর না রে-
মিছে ধূলিরাশি লয়ে কী হবে।
সকলই আমি জেনেছি, সবই শূন্য- শূন্য- শূন্য ছায়া-
সবই ছলনা।।
দিনরাত যার লাগি সুখ দুখ না করিনু জ্ঞান,
পরান মন সকলই দিয়েছি, তা হতে রে কিবা পেনু।
কিছু না- সবই ছলনা।।

২৪
মন্তব্য করতে ক্লিক করুন