রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - দাড়াও মাথা খাও যেয়ো না সখা

রবীন্দ্রনাথ ঠাকুর

দাঁড়াও, মাথা খাও, যেয়ো না সখা।
শুধু সখা, ফিরে চাও, অধিক কিছু নয়-
কতদিন পরে আজি পেয়েছি দেখা।।
আর তো চাহি নে কিছু কিছু না, কিছু না-
শুধু ওই মুখখানি জন্মশোধ দেখিব।
তাও কি হবে না গো, সখা গো!
শুধু একবার ফিরে চাও।।

৩৮
মন্তব্য করতে ক্লিক করুন