রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - ধরণীর খেলা খুঁজে

রবীন্দ্রনাথ ঠাকুর

ধরণীর খেলা খুঁজে
শিশু শুকতারা
তিমিররজনীতীরে
এল পথহারা।
উষা তারে ডাক দিয়ে
ফিরে নিয়ে যায়,
আলোকের ধন বুঝি
আলোকে মিলায়।

২৮
মন্তব্য করতে ক্লিক করুন