রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - কার হাতে যে ধরা দেব প্রাণ

রবীন্দ্রনাথ ঠাকুর

কার হাতে যে ধরা দেব, প্রাণ,
তাই ভাবতে বেলা অবসান।।
ডান দিকেতে তাকাই যখন বাঁয়ের লাগি কাঁদে রে মন-
বাঁয়ের লাগি ফিরলে তখন দক্ষিণেতে পড়ে টান।।

২৮
মন্তব্য করতে ক্লিক করুন