রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - কী জানি কী ভেবেছ মনে

রবীন্দ্রনাথ ঠাকুর

কী জানি কী ভেবেছ মনে
খুলে বলো ললনে।
কী কথা হায় ভেসে যায়
ওই ছলোছলো দুটি নয়নে।

২৯
মন্তব্য করতে ক্লিক করুন