রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - ক্লান্ত যখন আম্রকলির কাল

রবীন্দ্রনাথ ঠাকুর

ক্লান্ত যখন আম্রকলির কাল, মাধবী ঝরিল ভূমিতলে অবসন্ন,
সৌরভধনে তখন তুমি হে শালমঞ্জরী বসন্তে কর ধন্য।।
সান্ত্বনা মাগি দাঁড়ায় কুঞ্জভূমি রিক্ত বেলায় অঞ্চল যবে শুন্য-
বনসভাতলে সবার উর্ধ্বে তুমি, সব-অবসানে তোমার দানের পুণ্য।।

৩৩
মন্তব্য করতে ক্লিক করুন