রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - মন প্রাণ কাড়িয়া লও হে হৃদয়স্বামী

রবীন্দ্রনাথ ঠাকুর

মন প্রাণ কাড়িয়া লও হে হৃদয়স্বামী,
সংসারের সুখ দুখ সকলই ভুলিব আমি।
সকল সুখ দাও তোমার প্রেমসুখে-
তুমি জাগি থাকো জীবনে দিনযামী।।

২৭
মন্তব্য করতে ক্লিক করুন