রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - নূতন সে পলে পলে

রবীন্দ্রনাথ ঠাকুর

নূতন সে পলে পলে
অতীতে বিলীন,
যুগে যুগে বর্তমান
সেই তো নবীন।
তৃষ্ণা বাড়াইয়া তোলে
নূতনের সুরা,
নবীনের চিরসুধা
তৃপ্তি করে পুরা।

৩৫
মন্তব্য করতে ক্লিক করুন