ওই কথা বলো সখী, বলো আর বার-
ভালোবাস মোরে তাহা বলো বার বার।
কতবার শুনিয়াছি, তবুও আবার যাচি-
ভালোবাস মোরে তাহা বলো গো আবার।।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন