রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - স্বরূপ তার কে জানে তিনি অনন্ত মঙ্গল

রবীন্দ্রনাথ ঠাকুর

স্বরূপ তাঁর কে জানে, তিনি অনন্ত মঙ্গল-
অযুত জগত মগন সেই মহাসমুদ্রে।।
তিনি নিজ অনুপম মহিমামাঝে নিলীন-
সন্ধান তাঁর কে করে, নিষ্ফল বেদ বেদান্ত।
পরব্রহ্ম, পরিপূর্ণ, অতি মহান-
তিনি আদিকারণ, তিনি বর্ণন-অতীত।।

২০
মন্তব্য করতে ক্লিক করুন