রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - সবা হতে রাখব তোমায়

রবীন্দ্রনাথ ঠাকুর |

সবা হতে রাখব তোমায়
আড়াল করে
হেন পূজার ঘর কোথা পাই
আমার ঘরে!

যদি আমার দিনে রাতে,
যদি আমার সবার সাথে
দয়া করে দাও ধরা, ত
রাখব ধরে।

মান দিব যে তেমন মানী
নই ত আমি,
পূজা করি সে আয়োজন
নাই ত স্বামী।

যদি তোমায় ভালবাসি,
আপনি বেজে উঠবে বাঁশি
আপনি ফুটে উঠবে কুসুম
কানন ভরে।

৪৫
মন্তব্য করতে ক্লিক করুন