রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - সবারে করি আহ্বান

রবীন্দ্রনাথ ঠাকুর

সবারে করি আহ্বান-
এসো উৎসুকচিত্ত, এসো আনন্দিত প্রাণ।।
জয় দেহো পাতি, হেথাকার দিবা রাতি
করুক নবজীবনদান।।
আকাশে আকাশে বনে বনে তোমাদের মনে মনে
বিছায়ে বিছায়ে দিবে গান।
সুন্দরের পাদপীঠতলে যেখানে কল্যাণদীপ জ্বলে
সেথা পাবে স্থান।

২১
মন্তব্য করতে ক্লিক করুন