রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - স্বপনে দোঁহে ছিনু কী মোহে

রবীন্দ্রনাথ ঠাকুর

স্বপনে দোঁহে ছিনু কী মোহে; জাগার বেলা হল—
যাবার আগে শেষ কথাটি বোলো।
ফিরিয়া চেয়ে এমন কিছু দিয়ো
বেদনা হবে পরম রমণীয়—
আমার মনে রহিবে নিরবধি
বিদায়খনে ক্ষণেকতরে যদি সজল আঁখি তোল।

নিমেষহারা এ শুকতারা এমনি উষাকালে
উঠিবে দূরে বিরহাকাশভালে।
রজনীশেষে এই যে শেষ কাঁদা
বীণার তারে পড়িল তাহা বাঁধা,
হারানে। মণি স্বপনে গাঁথা রবে—
হে বিরহিণী, আপন হাতে তবে বিদায়দ্বার খোলো।

মন্তব্য করতে ক্লিক করুন