রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - তারে তারো হরি দীনজনে

রবীন্দ্রনাথ ঠাকুর

তারো তারো, হরি, দীনজনে।
ডাকো তোমার পথে, করুণাময়, পূজনসাধনহীন জনে।।
অকুল সাগরে না হেরি ত্রাণ, পাপে তাপে জীর্ণ এ প্রাণ-
মরণমাঝারে শরণ দাও হে, রাখো এ দুর্বল ক্ষীণজনে।।
ঘেরিল যামিনী, নিভিল আলো, বৃথা কাজে মম দিন ফুরালো-
পথ নাহি, প্রভু, পাথেয় নাহি- ডাকি তোমারে প্রাণপণে।
দিকহারা সদা মরি যে ঘুরে, যাই তোমা হতে দূর সুদূরে,
পথ হারাই রসাতলপুরে- অন্ধ এ লোচন মোহঘনে।।

২২
মন্তব্য করতে ক্লিক করুন