আইনুল হক

কবিতা - আঁখিজল

লেখক: আইনুল হক

এসো বঁধু আঁখিজল নিতে
এসো ত্বরিতে।
শ্রাবণ দিনের বর্ষায় আদিত্য
ডোবে সরিতে।।

কুল ঘিরেছে ঘন ঘোর আঁধার
বুকে স্বপন তটিনী-কিনার,
গোধুলির ছায়া পড়েছে গো
গহন – হরিতে ।।

ধেনু ডাকে গোধুলিতে যেন
বংশী বাজে বটে,
পাখি ফেরে নীড়ে,আঁকা যেন
ছবি আকাশ-পটে।
বঁধুয়া কোথা যায়,
অচেনা পথে ধায়,
ওই বাজে রিনিঝিনি চুড়ি
বঁধুয়ার কলসিতে।।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৭৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন