মেঘের উত্থান দেখে মনে পড়ে একদা আমারো
একুশ বছর ছিল। তুমি ছিলে অনন্ত আঠারো।

আবার আষাঢ় এল। মেঘে ছেয়ে গেল নীলাকাশ।
বয়ে যাচ্ছে অবিরল দক্ষিণের উচ্ছল বাতাস।

এখন জানালায় বসে একা একা শুধু এই ভাবি :
কোথায় লুকোনো আছে হারানো সে স্বর্গের চাবি—

যখন ভাঙত ঘুম গান গেয়ে, কবিতা যখন
ছিল শব্দের চেয়ে দ্রুতগামী; রাত্রির নিক্বণ

বয়ে যেত শরতের জ্যোৎস্নার প্লাবনের মতো;
আমার শরীর-মন নিয়ে ঘর-সুদ্ধু উড়ে যেত।

মেঘের উত্থান দেখে একথাই শুধু মনে পড়ে :
একদিন তোমার হাত স্পর্শ করেছিল ক্ষণতরে।।

পরে পড়বো
১১২
মন্তব্য করতে ক্লিক করুন