অভিজিৎ বৈদ্য

কবিতা - আমি ভালো নেই-

লেখক: অভিজিৎ বৈদ্য

কি বিষন্ন দিন।
দিনমণি তেজহীন মেঘের আড়ালে,
কি মায়ার জালে-
জড়ালো সুন্দর এক সোনালী সকাল,
এই যদি লিখেছিল ভাগ্যে মহাকাল
কেন তবে ঘুম ভাঙা ভোরের কপালে
আশার ইঙ্গিত দিয়ে শুধু এতদিন,
আঁকা হল আগামীর স্বপন রঙিন?

আমি ভালো নেই-
তোমার নির্মম হাত তবু আমাকেই
জীবনে চলার পথে দেখি বারে বার,
অনাবিল জিঘাংসায় করেছে শিকার।
রেখেছে আগত দিন হতাশায় ঘিরে-
ক্ষুদ্র জোনাকিরে
যে ভাবে সঘন রাত ঘিরে থাকে হায়-
কখনো নীলিমায়
পিঞ্জরের পাখি-
স্মৃতির পুরানো পথে ছাড়া পাবে না কি?

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৬৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন