শুধু আমি দোষী।তবে পার্থিব ধন
যতটুকু এতদিনে করেছি অর্জন,
রঙ্গ হল এই,
সেগুলোর কোনো দোষ নেই।
তাই প্রতি পদে পদে,
অপমান করলেও পার্থিব সম্পদে,
অনায়াসে বাড়িয়েছো হাত,
কত অপরাধী আমি, কি আমার জাত
এর বেলা ভাবোনি কখনো;
মানবিক দ্বিধাবোধ দেখিনি তো কোনো।
শুধু আমি দোষী? আর সব নির্দোষ?
কেন অকারণ রোষ?
প্রতিবাদ নেই বলে,
যুগ যুগ ধরে যে যা খুশি করে এলে,
নির্দয় ছিল ব্যবহার সব; বিরাম বিহীন
রাত কেটে গেছে, যত গেছে দিন
তত দয়া হীন আরো,
কত ক্ষতি হয়ে গেল ভাবোওনি একবারও
বিচারের বেলা এল যেই
দোষ দিলে শেষমেষ সেই আমাকেই
বাঃ, দারুন তো বিচারক !
আর কি ! তোমাদের মঙ্গল হোক।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন