অভিজিৎ হালদার

কবিতা - কিছু কবিতা তবুও কবিতা

লেখক: অভিজিৎ হালদার

কিছু কবিতা তবুও তো কবিতা হলো
চোখের নিচে যে রাত জাগার ক্ষতচিহ্ন
তা কিছু বেশি নয় তবুও ঢের বেশি কাছের
মেয়েরা সকলেই নারী হয়ে গেল
কিছু ছেলে পুরুষ হলো
তবে আমি মানুষ ছিলাম না বলে আজো ব্যর্থ হয়ে রইলাম ভাঙ্গা চাঁদের মতো –
নক্ষত্রের জল ঝরে পড়ে আমার চোখের কোন থেকে
এক বিন্দুর পরিমাণ যার তুলনা করলে কেউ বলবে
আমাদেরও তো চোখ দিয়ে জল ঝরে
কিন্তু সে চোখের জল আর এই চোখের জল আকাশ পাতালের বৈষম্য, আপনি বুঝবেন বিষয়টা ?
এখান থেকেই শুরু হয় নতুনত্বের এবং
এখান থেকেই শেষ হয়ে যায় সমস্তকিছু।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২৩৭ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন